চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বোনের লাশ দাফন করতে এসে মারা গেলেন বড় ভাই। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের নূরুর স্ত্রী শিরিনা খাতুন (৫০) মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময় নিজ ঘরে মৃত্যুবরণ করেন।
বুধবার সকালে সংবাদ পেয়ে মৃত শিরিনা খাতুনের ভাই নিজাম উদ্দিন (৬০) পার্শ্ববর্তী দর্শনা থানার আকুন্দবাড়ীয়া গ্রাম থেকে ছুটে আসেন বোনের লাশ দেখতে। কিন্তু লাশ দেখার সঙ্গে সঙ্গেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উজিরপুর এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত নিজাম উদ্দিন দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত জানবার মন্ডলের বড় ছেলে।
ভাই-বোনের পরপর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুপুর ১২টার দিকে বোন শিরিনা খাতুনের জানাজা শেষে ডুগডুগি কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে, তার ভাই নিজাম উদ্দিনের লাশ আসরের পর জানাজা শেষে আকন্দবাড়ীয়া গ্রামের তমালতলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
স্থানীয়দের মতে, এমন হৃদয়বিদারক ঘটনায় গ্রামের সবাই গভীরভাবে শোকাহত হয়ে পড়ছেন।