বুধবার, ০১:২১ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা, গ্রেপ্তার-১

এ.এস মামুন, গৌরনদী
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পঠিত
বরিশাল জেলার গৌরনদীতে এক কলেজ ছাত্রকে (১৭) বলাৎকারের অভিযোগে খঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য কিং মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মডেল একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভিকটিম কলেজ ছাত্রের বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। ভিকটিম মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মামলা দায়েরের পর পুলিশ বুধবার ভোর রাতে প্রধান আসামির সহযোগী মো. নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি কিং মাসুদ ইতালী প্রবাসী খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য ।
এজাহার সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত খঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য কিং মাসুদ সরদার প্রথমে ফেসবুকে মেসেজ দিয়ে মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র (১৭)র সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরবর্তীতে মাসুদের পরিকল্পনা মোতাবেক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিমের সহপাঠী ইমন সরদার কৌশল অবলম্বন করে কলেজ ছাত্রকে গৌরনদী উপজেলার সমরসিংহ বাজারে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যায় এবং মোবাইল ফোনে কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেন। এরপর মাসুদের সহযোগী ইমন কলেজ ছাত্রকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় এবং সেখান থেকে হাঁটা পথে অন্যএকটি চায়ের দোকানে নিয়ে গিয়ে চা পান করায়। সেখানে কিং মাসুদ উপস্থিত হয়ে চায়ের বিল পরিশোধ করে। চা পানের পর কিং মাসুদ তার সহযোগী ইমনের সহায়তায়  ভিকটিমকে মাসুদের আরেক সহযোগী নিলয় আহম্মেদের বসত ঘরের পেছনে বারান্দায় নিয়ে আটকে জোর পূর্বক বলৎকার করে। কলেজ ছাত্র অভিযোগ করে বলেন, বিএনপি নেতা কিং মাসুদ তার দুই সহযোগী ইমন ও নিলয়ের সহায়তায় আমাকে নিলয়ের ঘরে আটকে রেখে বিবস্ত্র করে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে আমাকে জোরপূর্বক  বলৎকার করেছে।
বলৎকারের শিকার কলেজ ছাত্রর বাবা মামলার বাদীএজাহারে উল্লেখ করেন, নিলয় ও ইমনের সহায়তায় কিং মাসুদ আমার কলেজছাত্র পুত্রকে অস্ত্র দেখিয়ে  ভয়ভীতি প্রদর্শন করে। এরপর বিবস্ত্র করে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক যৌনসঙ্গমে বাধ্য করা হয় এবং এতে তার শরীরে আঘাত লাগে। শারীরিক নির্যাতনের পর আসামি কিং মাসুদ ঘটনাটি কাউকে না জানানোর জন্য ছেলেকে নানা ধরনের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বাড়ি ফিরে কলেজ ছাত্র অসুস্থ হয়ে পড়লে আমরা বিষয়টি অবগত হই এবং থানায় মামলা দায়েরে করি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে বলৎকারের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে কিং মাসুদকে প্রধান আসামিসহ তিন জনকে আসামি করে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িত থাকা বাড়ির মালিক নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি কিং মাসুদকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত মো. নিলয় আহম্মেদকে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছবিসহ
গৌরনদীতে স্বর্ণের দোকানসহ ৬দোকানে দূধর্ষ ডাকাতি
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ সাহেবেরচর বাজারে বুধবার রাতে অস্ত্রের মুখে পাহারাদারদের বেঁধে রেখে ৩টি স্বর্ণের দোকান, একটি বিকাশ, একটি মোবাইল টেলিকম দোকান ও একটি মুদি দোকানসহ ৬টি দোকানে দূধর্ষ  ডাকাতির সংঘঠিত হয়। ডাকাত দল ৬টি দোকানের তালা ও সিন্দুক ভেঙে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হোসনাবাদ সাহেবেরচর বাজারের  ব্যবসায়ী নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের  মালিক মো. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শসস্ত্র ১০/১৫ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরবর্তিতে ডাকাত দল  বিভিন্ন দোকানের সাটারের তালা ভেঙে স্বর্ণ, নগদ টাকা ও পণ্যসহ  কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাজারের ব্যবসায়ীরা এখন আতঙ্কে রয়েছেন। হোসনাবাদ সাহেবেরচর গ্রামের ব্যবসায়ী  ‘ফেন্সি জুয়েলার্স’এর মালিক সঞ্জয় রায় বলেন,“আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের জমা দেওয়া স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়।” এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,“ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।  এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com