দীর্ঘ ২৭ বছর ধরে অকার্যকর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) কার্যালয়ের গেটে শিক্ষার্থীদের একাংশ ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার সাঁটিয়েছেন। রোববার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের বাকসু ভবনে এ ব্যানারটি সাঁটানো হয়।
এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া বলেন, ‘আমিসহ আমার বন্ধুরা মিলে ‘‘সেন্ট্রাল ভাতের হোটেল’’ ব্যানারটি লাগিয়েছি। কারণ দীর্ঘ এই সময়ে দেশের রাজনীতির নানা পট পরিবর্তন হলেও এই ভবনটি শিক্ষার্থীদের কল্যাণে কোনো কাজে আসেনি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা করতে পারা প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার। সে জায়গা থেকে দেখা যায়, শিক্ষার্থীদের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার থেকে আমরা দীর্ঘ ২৭ বছর ধরে বঞ্চিত। আমরা চাই ছাত্র সংসদ তথা বাকসুর মাধ্যমে আমাদের অধিকার ফিরে আসুক। যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এবং স্বপ্ন দেখাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে।’
সর্বশেষ ১৯৯৮ সালে বাকসু নির্বাচন হয়েছে উল্লেখ করে রুপায়ন ভূঁইয়া বলেন, ‘তারপর থেকে আজ দীর্ঘ ২৭ বছর অচল অবস্থা। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় সরকার ক্ষমতায় এসেছে। ওসব দলীয় সরকারের প্রশাসন সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। কারণ তারা ছাত্রদের কর্মকাণ্ডকে ভয় পায়।’
তিনি আরও বলেন, ‘এখনো বাকৃবিতে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে যেন বাকসু না হয়, কারণ তারা মনে করে এতে তাদের দলীয় আধিপত্য কমে যাবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই-অনতিবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ১৯৯৮ সাল পর্যন্ত নিয়মিত বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর দীর্ঘ ২৭ বছর অতিবাহিত হলেও আর বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।