শনিবার, ০২:৩১ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নসিমন-মোটরসাইকেল, হতাহত ৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি নসিমন। এতে ঘটনাস্থলেই নিহত হন নসিমনচালকসহ দুইজন। একই ঘটনায় মোটরসাইকেলচালকসহ আরও ৪ জন আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নসিমনচালক আড়ানগর গ্রামের জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) এবং আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মো. ভুট্টু (৪০)। আর আহতরা হলেন, আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ (২৫), ফতেপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে জাইদুল (৫৫), লক্ষণপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৭০) ও মোটরসাইকেলচালক দিনাজপুরের জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা। তাদের মধ্যে সেলিম ও নাজিমের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে একটি নসিমন নিয়ে জয়পুরহাট গরুর হাটে যাচ্ছি কয়েকজন গরু ব্যবসায়ী। নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর-পিড়লডাঙ্গার বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নসিমনচালক মাসুদুর রহমান মওলা ও মো. ভুট্টু ঘটনাস্থলে নিহত হন। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে পড়ে যায় মোটরসাইকেলটিও। এতে মোটরসাইকেলচালকসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।

খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈমাম জাফর বলেন, ‘ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com