প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার পুনরায় তুলে ধরেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
বর্তমানে কাতার সফরে রয়েছেন জহির উদ্দিন স্বপন। এ উপলক্ষে কাতার প্রবাসী গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন কাতার প্রবাসী গৌরনদী-আগৈলঝাড়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রনেতা, বর্তমানে কাতার যুবদল নেতা মামুন মৃধা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কাজ করছে। এরই অংশ হিসেবে একটি অ্যাপ চালু করার কাজ চলছে। যার মাধ্যমে প্রবাসীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোটের জন্য প্রস্তুতি নিতে পারবেন।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার নির্দেশনায় দলীয়ভাবে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
মতবিনিময় সভায় কাতারে বসবাসরত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পেশার প্রবাসীরা অংশগ্রহণ করেন। তারা প্রিয় নেতার সঙ্গে প্রবাসীদের সমস্যা, ভোটাধিকার, রাজনৈতিক প্রেক্ষাপটসহ নানা বিষয় নিয়ে আলোচনা ও মতামত প্রদান করেন।