যুক্তরাজ্যের লন্ডনে গৌরনদী ও আগৈলঝাড়ার প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রাণঢালা ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নেতা , সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও প্রবাসীবান্ধব রাজনীতিক জননেতা জহির উদ্দিন স্বপন।
লন্ডনের ম্যানোর পার্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রবাসী নেতা আব্দুল গাফ্ফার মুক্তা। অনুষ্ঠানে স্বপন সাহেব গৌরনদী ও আগৈলঝাড়াসহ বিশ্বের সব প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “যত দ্রুত সম্ভব প্রবাসীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে।”
তিনি বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দফা ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। বর্তমান সরকার সেই দাবিকে স্বীকৃতি দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ জন্য আমি দেশনায়ক তারেক রহমান ও ড. ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানাই।”
জননেতা জহির উদ্দিন স্বপন আরও বলেন, “প্রবাসীরা দেশের জন্য প্রাণ খুলে কাজ করে যাচ্ছেন। এখন সময় এসেছে এই ভোটাধিকারকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আরও সক্রিয় ভূমিকা রাখার।”
অনুষ্ঠানে গৌরনদী ও আগৈলঝাড়ার প্রবাসীদের পাশাপাশি লন্ডনের অন্যান্য এলাকা থেকে আগত অনেক প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।