গানের পাখি সাবিনা ইয়াসমিন। উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি। অসংখ্য কালজয়ী গান রয়েছে তার কণ্ঠে। অডিও এবং চলচ্চিত্র- দুই মাধ্যমের গানেই গ্রহণযোগ্যতা আকাশছোঁয়া। তবে প্লেব্যাকে সাবিনা ইয়াসমিন বিস্ময়কর এক নাম। আজ প্রিয় এই কণ্ঠশিল্পীর জন্মদিন। ১৯৫৪ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিশেষ এই দিন উপলক্ষে বিনোদন সময়ের আজকের আয়োজন কনকচাঁপার প্রশ্নে সাবিনা ইয়াসমিনের উত্তর। দুই কিংবদন্তি শিল্পীর প্রশ্ন ও উত্তর নিয়ে লিখেছেন- তারেক আনন্দ
যদি আবারও পৃথিবীতে আসা যায়, তখন কোন পরিচয়ে আসবেন?
সাবিনা ইয়াসমিন পরিচয়েই আবারও পৃথিবীতে আসতে চাই।
জীবনে কি কখনও কোনো একটা গানের কথা মনে হয় যে, এই গানটা না গাইলেই পারতাম?
না, এমন কোনো গান নেই।
কী ধরনের সাধনায় আপনার কণ্ঠকে এমন মজবুত করে রেখেছে বলে মনে করেন?
ওস্তাদদের কাছ থেকে শিখেছি, ওটাই প্র্যাকটিস করা। রেওয়াজই আমার সাধনা।
আপনার প্রতিদ্বন্দ্বী কে? অথবা মনে হয়েছে যে, ওনার মতো করে যদি গাইতে পারতাম?
সেটা তো অনেকের মতো আমারও মনে হয়। একটা নাম আমার কাছেও বিস্ময়! তিনি হলেন এই উপমহাদেশের প্রখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর। প্রতিদ্বন্দ্বিতার বিষয় কখনই আসেনি।
অবসরে আপনি কার গান বেশি শোনেন?
একজনের না, কয়েকজনের গান বেশি শুনি। মেহেদী হাসান, শ্যামল মিত্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আরও অনেকে আছে। যেমন মোহাম্মদ রফি। আরও অনেক শিল্পীর কণ্ঠই আমার প্রিয়।
আমরা আপনার কাছ থেকে খুব একটা নজরুল সংগীত, উচ্চাঙ্গসংগীত শুনিনি। আপনার কি মনে হয় কখনও এই সেক্টরের শ্রোতাদের বঞ্চিত করেছেন?
না। সবাই তো আর সবকিছু, সব রকম গান গায় না। আমাদের দেশে কত শিল্পী আছে রবীন্দ্রসংগীত গাইতেই জানে না। গায়ও না। আমি তো অনেক রবীন্দ্রসংগীত গেয়েছি, নজরুল সংগীতও গেয়েছি। আলাদাভাবে না হলেও চলচ্চিত্রের জন্য গেয়েছি বেশ কটি। ফুল ক্ল্যাসিক্যাল গান গাওয়ার ইচ্ছা আমার কখনও ছিল না। লাইট ক্ল্যাসিক্যাল, আধুনিক গানের মধ্যে ক্ল্যাসিক্যাল ভাবটা যে ফুটে ওঠে এমন গান অনেক গেয়েছি। পুরোপুরি ক্ল্যাসিক্যাল সিঙ্গার হওয়ার ইচ্ছা আমার কোনো দিন ছিল না।
আপনাকে এখনও কে কে নাম ধরে ডাকেন?
কে কে নাম ধরে ডাকেন, এখন কে কে যে নাম ধরে ডাকে- সবাই চলে গেছেন। আমার মেজ বোন ফৌজিয়া খান নাম ধরে ডাকেন। নাম ধরে ডাকেন, হাদী (সৈয়দ আব্দুল হাদী) ভাই। না, আর নাম ধরে ডাকার মানুষ নেই।
জীবনে অনেক সময় নিজেকে একলা মনে হয়। সেই একাকী সময়কে আপনি কীভাবে পার করেন?
আমার জীবনে কিন্তু খুব বেশি একাকী লাগে না। একাকিত্ব আমার মাঝে নেই, সেভাবে অনুভবও করি না। করলেও গান শুনি।
কনকচাঁপা আপা এই প্রশ্নগুলোই করেছিলেন। আপনাকে ধন্যবাদ। জন্মদিনের একরাশ শুভেচ্ছা।
কনকচাঁপাকে অনেক ধন্যবাদ, সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য।