“হাত ধোয়ার নায়ক হোন” ও “Be a Hand Washing Hero” এই প্রতিপাদ্যকে ধারন করে বরিশাল জেলার উত্তর জনপদ গৌরনদী উপজেলায় বুধবার ১৫ অক্টোবর ২০২৫ সকালে যথাযথ গুরুত্বের সাথে উদযাপন হলো বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫
বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ নানান আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শুধু হাত ধোয়া নয়, বরং সঠিক নিয়মে হাত ধোয়া একজন সচেতন নাগরিকের চিহ্ন। আমাদের শিশুদের মধ্যে শৈশব থেকেই এই অভ্যাস গড়ে তুলতে হবে।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াসউদ্দিন মিয়া, প্যানেল আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান, কৃষি উন্নয়ন এর উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হোসাইন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।
বক্তারা হাত ধোয়ার অভ্যাসের গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়তে পারলে ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, কোভিড-১৯ সহ অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে-কলমে হাত ধোয়ার সঠিক নিয়ম দেখানো হয় এবং তাদেরকে সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।
এ জাতীয় আরো খবর..