সোমবার, ১২:৪৫ পূর্বাহ্ন, ১৪ জুলাই ২০২৫, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘মার্চ টু যমুনা’ ঘোষণা, ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্র-জনতা

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১ বার পঠিত

নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ চেয়ে ১ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন।

পরে রাত পৌনে ৯টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, ‘যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি, তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেবেন তাঁরা। জাহিদের এই ঘোষণার পরপর শাহবাগে অবস্থান করা জমায়েত যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগোতে থাকে। ’

সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা সাড়ে ৮টায় শাহবাগ থেকে এগিয়ে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের গেটে রাজসিক মোড়ে অবস্থান করব। উপদেষ্টাদের স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনো গড়িমসি করবেন না। এখনও আমরা আপনাদের বিশ্বাস করি। আওয়ামী লীগ প্রশ্নটার মিমাংসা আপনারা করে ফেলেন।’

এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিও একই কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে, আজ রাত ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে।বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আজ বিকেলে যশোরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের প্রেস সচিব তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা করতেই উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com