আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল তদন্ত সংস্থার সেফহোমে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মলর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার (৯ এপ্রিল) এই আদেশ দেন।
আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল তদন্ত সংস্থার সেফহোমে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মলর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার (৯ এপ্রিল) এই আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে গত ২৪ মার্চ কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করা হয়েছে।