মঙ্গলবার, ০৯:৫১ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সময়ের কণ্ঠধ্বনি এর সম্পাদক ও প্রকাশক লায়ন দিদার সরদারের শুভেচ্ছা মায়ের সঙ্গে ঈদ উদযাপনের ছবি শেয়ার করলেন তারেক রহমান চাঁদ দেখা গেছে, ঈদ আগামীকাল ৪৫ কর্মীর ৩ মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রেখেই খুলল ভোরের কাগজের প্রধান কার্যালয় গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এতিমখানা ও মাদ্রাসা ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ, ইফতার মাহফিলও দোয়া মোনাজাত অনুষ্ঠিত মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২ ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া বাংলাদেশেও ‘বড় মাত্রার’ ভূমিকম্পের শঙ্কা, ফায়ার সার্ভিসের সতর্কতা বৃষ্টির সম্ভাবনা নেই, তাপপ্রবাহে কাটবে ঈদ ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মায়ের সঙ্গে ঈদ উদযাপনের ছবি শেয়ার করলেন তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২ বার পঠিত

উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যেখানে তিনি ছেলে তারেক রহমানের সঙ্গে এবারের পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।আজ রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশের জনগণ এবং বিশ্বের মুসলিম ভাইবোনদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই – ঈদ মোবারক।’

তিনি আরও উল্লেখ করেন, ‘১৭ বছর ধরে বাংলাদেশের নিপীড়িত মানুষ মুক্ত ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপনের জন্য অপেক্ষা করেছেন। ২০২৪ সালে সেই ইচ্ছা পূরণ হবে, একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে। দুই হাজারের বেশি প্রাণের বিনিময়ে বাংলাদেশে স্বৈরাচারের শৃঙ্খল মুক্ত হয়েছে। প্রায় দুই দশক পর আমরা স্বৈরাচারমুক্ত দেশে প্রথমবারের মতো এই পবিত্র দিনটি উদ্যাপন করছি।’

তারেক রহমান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘আমি সেই শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং যাঁরা এখনও সেই সংগ্রামের ক্ষত বয়ে চলেছেন।’

জাতীয়

মায়ের সঙ্গে ঈদ উদযাপনের ছবি শেয়ার করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম
Image not found

উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যেখানে তিনি ছেলে তারেক রহমানের সঙ্গে এবারের পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।আজ রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশের জনগণ এবং বিশ্বের মুসলিম ভাইবোনদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই – ঈদ মোবারক।’

Loaded: 16.36%

Remaining Time 9:52

তিনি আরও উল্লেখ করেন, ‘১৭ বছর ধরে বাংলাদেশের নিপীড়িত মানুষ মুক্ত ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপনের জন্য অপেক্ষা করেছেন। ২০২৪ সালে সেই ইচ্ছা পূরণ হবে, একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে। দুই হাজারের বেশি প্রাণের বিনিময়ে বাংলাদেশে স্বৈরাচারের শৃঙ্খল মুক্ত হয়েছে। প্রায় দুই দশক পর আমরা স্বৈরাচারমুক্ত দেশে প্রথমবারের মতো এই পবিত্র দিনটি উদ্যাপন করছি।’

তারেক রহমান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘আমি সেই শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং যাঁরা এখনও সেই সংগ্রামের ক্ষত বয়ে চলেছেন।’

তিনি দলের নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার দিনে বাংলাদেশের স্বৈরাচারমুক্ত দেশের প্রথম ঈদের আনন্দ ভাগাভাগি করুন, বিশেষ করে সেসব পরিবারের সঙ্গে, যারা তাদের প্রিয়জন হারিয়েছে এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন।’

তারেক রহমান বলেন, ‘যাদের সময় এবং সামর্থ্য আছে, আমি তাদের অনুরোধ করছি, স্থানীয় সম্প্রদায়ের অসহায় মানুষের খেয়াল রাখুন এবং এতিমদের সঙ্গে খাবার ভাগাভাগি করুন, যাতে তারা এই আনন্দের মুহূর্ত থেকে বঞ্চিত না হয়।’

তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার অনুরোধ করেন, যাতে বাড়ি ফেরা মানুষজন সহজে এবং সম্পূর্ণভাবে পরিবারের সঙ্গে মিলিত হতে পারেন। শেষে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা যখন ঈদ উদযাপন করছি, তখন কিছু শক্তি আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। ঐক্যবদ্ধ থাকুন, যাতে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com