সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে সংস্কার প্রস্তাবনায় মতামত জমা দিয়েছে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে মিনিমাম সংস্কারের জন্য দলটি যৌক্তিক সময় দিতে রাজি বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলটির মতামত প্রফেসর আলী রীয়াজের কাছে জমা দেন। এ সময় তার সঙ্গে দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
পাঁচ কমিশনের সুপারিশের ওপর জামায়াতে ইসলামী সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে। কমিশনগুলো হলো- সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক আর নির্বাচন কমিশন।
মতামত জমা দেওয়ার পর মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয় নাই। সময়ের চেয়ে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন। মিনিমাম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি জামায়াতে ইসলামী।’
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ভেতর সংস্কারের ব্যাপারে কোনো রকম দ্বিধা বা সংশয় নেই। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন। আমাদের লক্ষ্য স্বল্পোতম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা। আগামী দুই একদিনের মধ্যে বিএনপি জমা দেবে বলেছে।’
তিনি আরও বলেন, ‘ঈদের আগে চারটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে ঐক্যমত্য কমিশন। ঈদের ছুটির পর ৭ এপ্রিল থেকে শুরু হবে বাকি দলগুলোর সঙ্গে আলোচনা।’
উল্লেখ্য, সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনায় বসবে কমিশন।
জানা গেছে, বৈঠকে এলডিপির সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। অন্যদের মধ্যে রয়েছেন- দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ সাকলায়েন ও অধ্যাপক ওমর ফারুক। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।