আইসিসির টানা তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলবে ভারত। আজ রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হবে দলটি।
এর আগে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। গত বছর দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে সেই দুঃখ ঘোচায় ভারতীয়রা। এবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরীক্ষা দিতে হবে তাদের। এই দলটার কাছেই ২৫ বছর আগে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হেরেছিল ভারত। এবারের লড়াইটা তাদের জন্য প্রতিশোধের উপলক্ষ্য। নিউজিল্যান্ডের চোখেমুখে ইতিহাসের পুনরাবৃত্তির স্বপ্ন।
তবে দুবাইয়ের ম্যাচটিকে ফাইনাল ভেবে খেলতে রাজি নয় ভারত। দুই বছর আগের বিশ্বকাপ ফাইনালের হার থেকে শিক্ষা নিতে চান দলটির ওপেনার শুভমান গিল। গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয়দের সহ-অধিনায়ক শুভমান গিল এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, ‘বড় ম্যাচে চাপ অনেক বেশি থাকে। সেই চাপ যে দল কাটাতে পারে তারা জেতে। অতীতে আমরা ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়াকে সেটা করতে দেখেছি। জানি বলা যত সহজ, করা তত নয়। কিন্তু আমরা ফাইনাল ভেবে খেলতে চাই না। ফাইনালের চাপ আগে থেকে বের করে দিতে চাই। বিরাট (কোহলি) ভাইকে দেখেছি, কীভাবে চাপের মধ্যে মাথা ঠাণ্ডা করে খেলে। আমরাও সেটা করতে চাই।’
অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারের ধাক্কা আজ কাটিয়ে উঠতে চান গিল। সেই ফাইনালের ভুলের শিক্ষা কাজে লাগানোর আশায় আছেন তিনি, ‘দেশের জার্সিতে এটা আমার দ্বিতীয় আইসিসি ফাইনাল। আগেরটা হেরেছিলাম। সেবারও আমরা ভালো খেলছিলাম। কিন্তু ফাইনালের চাপ সামলাতে পারিনি। তবে গত দুই বছরে আমার অভিজ্ঞতা বেড়েছে। কীভাবে চাপ সামলাতে হয় তা শিখেছি। সেই ম্যাচ যা যা ভুল করেছিলাম তা এবার করব না। সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে তা কাজে লাগাতে চাই।’
সহ-অধিনায়ক হিসেবে চাপ কীভাবে মোকাবিলা করতে হয়, সেই দীক্ষাও ইতোমধ্যে পেয়েছেন শুভমান। তিনি বলেন, ‘চাপের মধ্যে কীভাবে দলকে চালাতে হয় সেটি শিখছি। আমার কাজ হচ্ছে, বোলারদের খারাপ সময়ে ওদের সঙ্গে কথা বলা। ওরা কী ভাবছে সেটি জানা। অনেক সময় চাপের মধ্যে নিজের শক্তি অনেকে ভুলে যায়। সেটি ওদের মনে করিয়ে দিই।’