এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ মঙ্গলবার সকাল ১০টায় রায়েরবাজারে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যে সংগঠিত গণহত্যা, যার সাক্ষী পুরো পৃথিবী। শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদি দমন পীড়ন জুলাই মাসে ছাত্র-জনতার উপর নেমে এসেছিল আমরা অবিলম্বে এবং দ্রুত সময়ের মধ্যে তার দৃশ্যমান বিচার দেখতে চাই। এই বিচারের মধ্য দিয়েই আসলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যারা অঙ্গহানিহয়েছেন তাদের ন্যায় বিচার পাওয়া সম্ভব।’
এ সময় আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, ‘এই বিচারের মধ্য দিয়ে যে ফ্যাসিজম, যে স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল সেটা যাতে পুনরায় আর কখনও এই বাংলাদেশে হতে না পারে তা নিশ্চিত করতে হবে। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত। পুরো পৃথিবীর ইতিহাসে এই বিচার দৃষ্টান্ত হিসেবে থাকা উচিত।’
এ সময় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।
এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করলো।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পরে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।