সোমবার, ০৩:০৩ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৫, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে বলতে কমিশনে যাচ্ছেন সোহেল তাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩ বার পঠিত

ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কিত কমিশনকে ওই সময়কার অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং পরামর্শ জানাতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এজন্য মঙ্গলবার (৪ মার্চ) স্বপ্রনোদিত হয়ে কমিশনের কাছে যাবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুকে জানিয়েছেন সোহেল তাজ।

সম্প্রতি ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত থাকতে পারেন বলে মন্তব্য করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে ইলিয়াস হোসাইন সোহেল তাজকে ওই সময়ের অ্যারাইভাল ভিসা দেখানোর চ্যালেঞ্জও দিয়েছেন। পোস্টের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের একটি তালিকাও শেয়ার করেছেন তিনি।

তার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে যথাযথ প্রমাণ হাজিরের চ্যালেঞ্জ ছুড়ে দেন সোহেল তাজ। ওই অভিযোগের প্রেক্ষিতে সোহেল তাজ গত ২৭ ফেব্রুয়ারি এক পোস্টে লিখেন, ‘প্রমান করো- না পারলে নাকে খত দিতে হবে’

সেখানে তিন আরও লিখেন,  ‘আত্মস্বীকৃত স্বাধীনতা/মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত “ইনভেস্টিগেটিভ সাংবাদিক” বার বার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়াবার জন্য কোনো প্রমান ছাড়া মিথ্যা-বানোয়াট-মনগড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে- আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

একই পোস্টে ৩টি বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করেন তিনি। প্রথমটি ছিল, ‘ব্রিগ্রেডিয়ার জেনারেল হাসান নাসেরকে অনুরোধ করবো, আপনি তথ্য-প্রমাণ প্রকাশ করুন এবং কমিশনকে তা জানান। আমি নবগঠিত তদন্ত কমিশনকে আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা সম্পর্কে বলতে এবং সার্বিক ভাবে সহযোগিতা করতে প্রস্তুত।’

দ্বিতীয় দ্রষ্টব্যে তিনি লিখেন, ‘আমি কোথায় ছিলাম, কেন এবং আমার কী ভূমিকা ছিল- আমি বহুবার ব্যাখ্যা দিয়েছি- আমার ইটারভিউসমূহ দেখে নিয়েন। ভাঙা রেকর্ডের মত বার বার বলতে পারবো না।

শেষ দ্রষ্টব্যে তিনি বলেন, ‘অনেকেই বলছেন আমি কেন এত উত্তেজিত হচ্ছি। আমার প্রশ্ন আপনাদের কাছে, ‘আপনি যদি নিরপরাধ হন এবং আপনার বিরুদ্ধে এইরকম একটি সিরিয়াস এবং জঘন্য ঘটনার সাথে জড়িত থাকার মিথ্যা বানোয়াট মনগড়া অভিযোগ করা হয়, আপনি কী করতেন?’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com