বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উওম) ও সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া এবং কবর জিয়ারত অনুষ্ঠান শুরু হয়।
এদিন সকালে বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ,সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা । পরে বিকেলে গুলশান বিএনপির কার্যালয়ে কোকোর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে আহ্বায়ক আতিকুর রহমানের নেতৃত্বে উপস্থিত থাকেন আমরা বিএনপি পরিবারের নেতাকর্মীরা ।
এদিকে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় বলেছেন , যে পরিবার এদেশের মুক্তিযোদ্ধার পরিবার । যে পরিবার এদেশের রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছে । যে পরিবার এদেশের মানুষের অন্তরে গেঁথে রয়েছে সেই পরিবারকে কি নিশ্চহ্ন করা সম্ভব ।
১/১১ সেই সরকার রাতের আঁধারে মায়ের কোল থেকে জিয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এবং কনিষ্ঠ সন্তান আরাফাত রহমানকে তুলে নিয়ে যায় । তাদের অত্যাচার নিপীড়িনেই তারেক রহমান পুঙ্গু হয়েছেন ,আর মৃত্যুবরণ করেছেন আরাফাত রহমান কোকো। এর চেয়ে আর হৃদয় বিদারক কি হতে পারে ।
তাদের উত্তরসূরি পলাতক হাসিনার সরকারের নানা মিথ্যা ও হয়রানি মূলক মামলা কারাগারে থেকে অসুস্থ করে ফেলেছে তিন তিনবারের প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকেও। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এর সুষ্ঠু বিচার কামনা করি । দায়ী ব্যক্তিদের শাস্তি চাই ।
রুমন আরো বলেন, মৃত্যুবার্ষিকীতে দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন আরাফাত রহমান কোকোকে জান্নাতুল ফেরদাউস নছীব করুক ।