মঙ্গলবার, ১১:৫২ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৫, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাবি ছাত্রলীগের ২৮৯ নেতাকর্মী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষক মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র মধ্যরাতে যশোরে নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা উরুগুয়ে-ব্রাজিল ম্যাচে ছিটকে গেছেন মেসি হাসপাতালের বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’ গাজাজুড়ে ফের ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২০০ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান বরখাস্ত নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে : প্রধান উপদেষ্টা শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

“অফলাইনে ভদ্র ও সভ্য নাগরিক না হলে অনলাইনে তার প্রভাব পড়বেই”

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১০০ বার পঠিত

শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতনতা, ইন্টারনেটে সুরক্ষা, দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীন মতপ্রকাশ, ডিজিটাল আইন, ডিজিটাল অপরাধ, অনলাইনে  ব্যক্তি পরিচয়, মিথ্যাচার ও ভুল খবর প্রচার ইত্যাদি সংক্রান্ত সচেতনতা ডিজিটাল দুনিয়ায় তাদের মুক্ত ও নিরাপদ বিচরণ কিভাবে নিশ্চিত করতে  পারবে এ সংক্রান্ত অনেক বিষয়ে আলোচনা হয়। ।

গতকাল সোমবার ঢাকার বারিধারায় অ্যাস্কট দ্য রেসিডেন্স ভবনে ‘অ্যাডভোকেসি ডায়ালগ : অ্যাওয়ারনেস অ্যান্ড প্রটেকশন অব ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড রাইটস’ শীর্ষক কর্মশালায় এই তথ্য উঠে আসে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের যৌথ আয়োজনে ‘ফস্টার রেসপনসিবল ডিজিটাল সিটিজেনশিপ টু প্রমোট ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রকল্পটির অধীনে আয়োজিত এই কর্মশালাটিতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য আইনজীবী ও স্বনামধন্য মিডিয়ার প্রতিনিধিরা, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন পরামর্শ দেন। এবিষয়ে নানা কার্যকর ও বাস্তবমুখী পরামর্শ উঠে আসে।

কর্মশালাতে এই প্রকল্পের অধীনে তৈরি করা অ্যাডভোকেসি ব্রিফটি সকলের সামনে তুলে ধরেন ইন্ডিপেনডেন্ট কনসাল্টেন্ট মোঃ মোজাহিদুল ইসলাম। পরবর্তীতে তিনি এই ব্রিফটিতে উল্লেখ করা বিভিন্ন পরামর্শ নিয়ে উপস্থিত সকলের সাথে সাথে একটি প্রাঞ্জল মতবিনিময় সেশন পরিচালনা করেন। বাংলাদেশের অনলাইন দুনিয়াকে তরুণ নাগরিকদের জন্য আরও সহায়তামূলক করে তোলার জন্য করণীয় বিভিন্ন পরামর্শ এই আলোচনার মাধ্যমে উঠে আসে।

 

ইন্ডিপেনডেন্ট কনসাল্টেন্ট মোঃ মোজাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের লক্ষ্য নিয়ে এই প্রকল্প কাজ করে যাচ্ছে।

 

ইউরোপীয় ইউনিয়ন এর প্রোগ্রাম ম্যানেজার তায়েফ হোসেন বলেন, “অনলাইন নিরাপত্তা নিয়ে আমরা কথা বলছি তবে এর পাশাপাশি অফলাইনে জগতের সচেতনতাতেও নজর দিতে হবে। অফলাইনে ভদ্র ও সভ্য নাগরিক না হলে অনলাইনে তার প্রভাব পড়বেই। আমরা অফলাইন জগতকে এত বেশি প্রাধান্য দিচ্ছি যে কোথাও খেতে বসলে খাবারের স্বাদ উপভোগ না করে তার ছবি তুলে আপলোড করায় ব্যস্ত হয়ে পড়ি। তবে সবকিছু সচেতনতা দিয়েও হয় না, আইনের শাসনও দরকার হয়।”

কর্মশালায় ডিনেট’এর সহ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম. শাহাদাৎ হোসেন বলেন, তরুণ-তরুণীদের ডিজিটাল দুনিয়ায় অধিকার চর্চার সুযোগ করে দিতে ও দেশ গড়ার কাজে অনলাইন দুনিয়াকে দায়িত্বশীলভাবে ব্যবহার করার দক্ষতা অর্জনের ব্যবস্থা করে দিতে সমাজের সকল স্তর থেকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর সংশোধনী হলে তা মতামত প্রকাশে আরও সহজতর হবে। তবেই কেবল আমরা এই ডিজিটাল যুগে আমাদের দেশের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব।

এই কর্মশালার আলোচিত অ্যাডভোকেসি ব্রিফটি প্রকল্পের ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/ থেকে ডাউনলোড করা যাবে।

সভায় ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের  কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নাজমুল হুসাইন, আইন ও সালিস কেন্দ্রের প্রোগ্রাম করডিনেটর ইসরাত জে সিদ্দিকী, সাইবার অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাফেয়ার্স থেকে কাজী মোস্তাফিজ, ফ্রন্ট লাইন ডিফেন্ডার এর করডিনেটর সাইদ আহমেদ, বিভিন্ন গণ্যমান্য আইনজীবী ও স্বনামধন্য মিডিয়ার প্রতিনিধিরাসহ উল্লেখযোগ্য আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com