বাংলাদেশ পুলিশে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। শিক্ষানবিশ পর্যায়ের ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন পুলিশ ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে মাঠপর্যায়ে তাদের পেশাগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে এসব শিক্ষানবিশ কর্মকর্তা রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। মৌলিক প্রশিক্ষণ শেষ করে এবার তারা সরাসরি মাঠপর্যায়ের দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে বাস্তব প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন।
মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল (পিআরবি) ভলিউম-১ এর প্রবিধান ৭৯০ অনুযায়ী এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সম্মতি গ্রহণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বাস্তব প্রশিক্ষণের জন্য যেসব ইউনিট ও জেলায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সংযুক্ত করা হয়েছে, তারা সেখান থেকেই বেতন ও অন্যান্য ভাতা উত্তোলন করতে পারবেন। এতে প্রশাসনিক জটিলতা এড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সুযোগ থাকবে।
জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই বদলি ও বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে নতুন কর্মকর্তাদের দক্ষতা ও নেতৃত্বগুণ আরও শক্তিশালী হবে, যা সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।