বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার আয়োজনে গত ২৮ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল মহাসড়কে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা রাখেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম। তিনি বলেন, “২০০৬ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে জামায়াত-শিবিরের ৬ জনকে শহীদ করেছে।মানুষকে হত্যা করে লাশের উপর নৃত্য করেছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার আমীর মাওলানা মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আ. রাজ্জাক সহ যুব বিভাগ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার তীব্র নিন্দা জানান এবং এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।