পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গু এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণে পুলিশের একজন এসপি (সুপারিনটেনডেন্ট অব পুলিশ) সহ তিন কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বোমায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বিস্ফোরণের আগে থানায় হামলা
স্থানীয় পুলিশ প্রধান আদম খান জানিয়েছেন, বিস্ফোরণের আগে সেখানকার একটি থানায় সন্ত্রাসী হামলা হয়। নিহত পুলিশ কর্মকর্তারা সেই থানায় যাচ্ছিলেন হামলার তদন্তে অংশ নিতে। তবে তিনি ঘটনাটির বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
সরকারের নিন্দা ও দায় স্বীকারের অভিযোগ
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
“নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার পেছনে জড়িত।”
তিনি আরও দাবি করেন, টিটিপি আফগানিস্তানের তালেবানদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখছে। তবে আফগান তালেবান প্রতিবারই এই অভিযোগ অস্বীকার করে বলছে, তারা তাদের ভূখণ্ডে কোনো বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয় না।
আফগান সীমান্তে উত্তেজনা ও সাম্প্রতিক অভিযান
চলতি মাসের মাঝামাঝিতে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুল লক্ষ্য করে বিমান হামলা চালায়। এর আগে শুক্রবার সকালে পাকিস্তানের সেনাবাহিনী খাইবার পাখতুনখাওয়ার ট্যাংক জেলায় টিটিপির একটি গোপন আস্তানায় অভিযান চালায়। সে অভিযানে ৮ জন ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
কাতারের মধ্যস্থতায় আলোচনার প্রস্তাব
টানা সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান এখন কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেছে। দুই দেশের পরবর্তী বৈঠক আগামীকাল তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। এর আগেই এই ভয়াবহ পুলিশবিরোধী হামলার ঘটনা ঘটায়, অঞ্চলজুড়ে উত্তেজনা আবারও বেড়েছে।