ইংল্যান্ড থেকে এসে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের ম্যাচ খেলবেন হামজা চৌধুরী।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে খেলবেন দেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী।
১৩ অক্টোবর রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন। তার কথা, ‘এটা নিশ্চিত ১৮ অক্টোবর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তাঁর ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।’ তবে ১৩ অক্টোবর ম্যাচ হলে কবে নাগাদ হামজা ফের ঢাকায় আসবেন সেই দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি বলেও জানান ইকবাল। ওই ম্যাচে টিকিট মূল্য কত হবে তা এখনও সিদ্ধান্ত নেয়নি বাফুফে।
হামজা এর আগে হংকং ম্যাচের আগে নেপালের প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি হালকা চোটের জন্য। লেস্টার সিটি চাইলে হামজার আর আফগানিস্তান ম্যাচ খেলা কঠিন হবে না।
হামজার এজেন্ট সে সে সময় বলেছেন, যেহেতু সে শেষ ম্যাচে একটু চোটে পড়েছিল, তাই তারা নিজেরাই চিন্তাভাবনা করে সিদ্ধান্তটা নিয়েছেন।’
ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে লেস্টার সিটির ম্যাচে চোট পেয়েছিলেন হামজা। অবশ্য হংকংয়ের ম্যাচে নেমে গোল করে নেপালের আফসোস মিটে গেছে।
সেই চোট এবং পরবর্তী ম্যাচ বিবেচনায় হামজাকে নেপালে প্রীতি ম্যাচ খেলতে না যেতে নিরুৎসাহিত করেছিল তখন লেস্টার। মূলত ঝুঁকি এড়াতেই লেস্টারের এমন সিদ্ধান্ত।
এ বছর মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর দেশের হয়ে আরও ম্যাচ খেলেছেন হামজা।
হামজা অবশ্য এখন ফিট রয়েছেন। তিনি ভারতের ম্যাচের আগে আফগানিস্তানের ম্যাচ খেলে নিজেকে তৈরি করবেন। জাতীয় স্টেডিয়ামে খেলা। বাংলাদেশের বাছাই
পাস করার আর সুযোগ নেই। ভারতের সঙ্গে এখন ভালো করাই চ্যালেঞ্জ। ভারতের সঙ্গে আগের বার ড্র করেছে বাংলাদেশ। এবার দেশের মাটিতে হামজার গোল চাওয়ার পাশাপাশি জয় চাইবে দর্শক ও ফুটবল রোমান্টিকরা। এখন সোমিত শোম আফগানিস্তানের প্রীতি ম্যাচে খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়।
আগামী ৩০ অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।