ভেনেজুয়েলা উপকূলে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।এতে দুই পক্ষের চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের যুদ্ধজাহাজ পাঠানোর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধাবস্থা তৈরির’ অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, ‘তারা(যুক্তরাষ্ট্র) একটি নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আর কখনও যুদ্ধে জড়াবে না। কিন্তু তারা ঠিকিই যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে।’
যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তার সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে, যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ-৩৫ যুদ্ধবিমান পাঠিয়েছে। তাদের দাবি, মাদক পাচারকারীদের লক্ষ্য করে অভিযানের অংশ হিসেবে এই সামরিক যান মোতায়েন করা হয়েছে।
সবশেষ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার থেকে ৯০টি বিমান বহন করতে পারে এমন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী জাহাজকে ভূমধ্যসাগর থেকে সরিয়ে ক্যারিবিয়ান অঞ্চলে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।