সোমবার, ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ইতালিস্থ বরিশাল জেলা সমিতির (নির্বাচিত) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

এ.এস মামুন
  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার পঠিত
ইতালিতে প্রবাসী বরিশালবাসীদের ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করতে গঠিত হয়েছে ইতালিস্থ বরিশাল জেলা সমিতির (নির্বাচিত) পূর্ণাঙ্গ কমিটি। ২০ অক্টোবর, রোমের মন্তানিওয়ালার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মেহেদী হাসান সোহেল ভূঁইয়া,
এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামাল সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন ভূঁইয়া, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যোগ দেন শাহজাহান তালুকদার, মিঞ্জু সরদার, ফিরোজ খান, শামীম খান, হাসান ইমাম লিখন, রাকিব ভূঁইয়া, আরিফ বেপারী, নাসির উদ্দিন খান, আহসান পিপু, হাদিউজ্জামান হিমু ও হাবিবুর রহমান বাদল। সভা শুরুতেই নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান সোহেল ভূঁইয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন-
“এই কমিটি কেবল নামের তালিকা নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক। প্রবাসে থেকেও আমরা বরিশালের সংস্কৃতি, ঐতিহ্য ও কল্যাণে কাজ করে যাব।” প্রধান অতিথি আল আমিন ভূঁইয়া বলেন- “বরিশাল জেলা সমিতির এই ঐক্য প্রবাসে বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করবে। তরুণ ও প্রবীণদের মেলবন্ধনই সংগঠনকে এগিয়ে নেবে।”
বিশেষ অতিথি শাহজাহান তালুকদার মন্তব্য করেন- “প্রবাসে থেকেও মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা ভুলে গেলে চলবে না। এই কমিটি যেন সমাজসেবায় রোল মডেল হয়, সেটাই আমাদের প্রত্যাশা।” সভায় বক্তারা আরও বলেন, বরিশালবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি মেহেদী হাসান সোহেল ভূঁইয়া, সাধারণ সম্পাদক জামাল সরদার, এবং সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম সজল নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় ২০ অক্টোবর নবীন ও প্রবীণদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভা শেষে উপস্থিত সবাই একে অপরকে অভিনন্দন জানিয়ে বলেন- “ঐক্য, ভালোবাসা ও উন্নয়ন- এই তিনেই গড়ে উঠবে প্রবাসে বরিশালের পরিবার।” রোম থেকে- বরিশাল জেলা সমিতির ঐক্যের অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com