জাতিসংঘ সাধারণ পরিষদে চলতি মাসের শেষ দিকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার এক্স-এ (আগের টুইটার) দেওয়া বার্তায় এ ঘোষণা দেন।
তিনি জানান, ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে অবৈধ বসতি থেকে আমদানি করা পণ্য নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা।
প্রেভো বলেন, ‘গাজাসহ ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের কারণে বেলজিয়াম এই সিদ্ধান্ত নিয়েছে।’
আল জাজিরার প্রতিবেদন সূত্রে, গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও ঘোষণা করেছিলেন যে, তার দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে। এর পর আরও কয়েকটি দেশ একই ধরনের ঘোষণা দিয়েছে, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে।