যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে নাম লেখালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন ২০২৫ মৌসুমে তিনি খেলবেন আটলান্টা ফায়ার দলের হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সাকিবের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আটলান্টা ফায়ার।
তাদের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ সালের মাইনর লিগ ক্রিকেটে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আমাদের দলে যুক্ত হচ্ছেন। ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফর্মার সাকিবের অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আটলান্টায় তাঁর পারফরম্যান্স দেখতে প্রস্তুত থাকুন।’
উল্লেখ্য যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট মূলত দেশটির প্রধান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘মেজর লিগ ক্রিকেট’ এর জন্য একটি উন্নয়নমূলক প্ল্যাটফর্ম। ২০২১ সালে শুরু হওয়া এই লিগে দেশের বাইরের খেলোয়াড়দের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে।
দেশের রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতির কারণে কিছুদিন ধরে বাংলাদেশ দলের বাইরে রয়েছেন সাকিব। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফেরেননি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি।
এ সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও তিনি বিভিন্ন বিদেশি লিগে নিয়মিত অংশ নিচ্ছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এবং দীর্ঘ দুই বছর পর ফের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলছেন তিনি। সিপিএলে এবার অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠে নামলেও ফিরতি ম্যাচে তেমন কিছু করতে পারেননি। ব্যাট হাতে ১৬ বলে করেন ১১ রান, বল হাতে ১ ওভার করে দেন ৬ রান, উইকেট শূন্য।
এর আগে, ২০২২ সালে এই লিগে অংশ নিয়েছিলেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার নাসির হোসেন।
সাকিবের যুক্তরাষ্ট্রের মাইনর লিগে অংশগ্রহণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—জাতীয় দলে তার ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে।