বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ রোববার দুপুরে উপজেলার দক্ষিন কটকস্থল গ্রাম থেকে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যা প্রচেষ্টার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বক্কর প্যাদা (৪৫)কে গ্রেফতার করেছে।
থানা সুত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুববুর রহমানের নেতৃত্বে থানার এএসআই মোঃ সরোয়ার ও এএসআই মোঃ রফিক সঙ্গীয় ফোর্সসহ রোববার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে ওই গ্রামের পৈত্রিক নিবাস থেকে তাকে গ্রেফতার করে।
ওসি (তদন্ত) মোঃ মাহাবুববুর রহমান জানান, রাজধানী ঢাকার হাজারীবাগ থানায় দায়েরকৃত ১২১৮/২০১৮ নং মামলায় ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ট্রাইব্যুনাল-৫ এর বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামীকে বিগত ১৫-১০-২০২৪ ইং যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জড়িমানা ধার্য্য করে রায় দেন। অনাদায়ে তাকে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। ওই রায়ের পর আসামী মোঃ বক্কর প্যাদা পলাতক ছিলেন। আদালতের গ্রেপ্তারী পরোয়ানা পেয়ে পুলিশ আসামীর অবস্থানের খোজ করতে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন কটকস্থল গ্রামের পৈত্রিক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।