গত জুলাই-আগষ্ট আন্দোলনের সকল শহীদের স্মরনে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বরিশালের গৌরনদী পৌর ছাত্র দলের উদ্যোগে শনিবার বিকেলে মিলাদ-মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিমের সভাপতিতে অনুষ্ঠিত মিলাদ-মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ শামীম খলিফা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, পৌর বিএনপি যুগ্ন আহবায় মিজানুর রহমান আকবার, পৌর যুব দলের আহবায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ন আহবায়ক সরদার নাসির উদ্দিন, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ বুলবুল সরদার, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ রনি, পৌর ছাত্রদলের সদস্য ইমরান মাহমুদ, পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাকিব খান জয় প্রমূখ। শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যাল কলেজ জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ মহিউদ্দিন খান।