মঙ্গলবার, ০৪:১৮ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৫, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩ বার পঠিত

চাঁদপুর শহরের পুরান বাজারে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের এবং নিলয় একই এলাকার মো. সেলিমের ছেলে।

স্থানীয়রা জানায়, মোটর সাইকেলযোগে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে রওয়ানা হয়। ঘটনাস্থলে আসলে দ্রুতগামী বাইকের সঙ্গে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে তারা দু’জনে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালে আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেয়ার পথে নিলয়ের মৃত্যু হয়।

পরিবারের লোকজন জানায়, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সঙ্গে ইতালি থাকেন। তাদের চাচাতো বোনের বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেশে এসেছেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দু’টি মরদেহের সুরতাহল করেছেন। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান (ঢাকা-উ-১৪-৩৭৬৫) জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়েছে এবং সহকারী ইসমাইল হোসেন থানা হেফাজতে আছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং সহকারী আটক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com