সোমবার, ০৩:২৮ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৫, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘হাজারটা সন্তানের মা আজ ইফতারে কাঁদবে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২ বার পঠিত

মুসলমানদের জন্য পবিত্রতম মাস রমজান মাস। গতকাল শনিবার চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে বাংলাদেশেও শুরু হয়েছে রমজান।দীর্ঘ এক মাস রোজা রাখার পর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিরত উদযাপন করবে মুসলমানরা। অথচ সেই উৎসবেও আনন্দ থাকবে না জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের ঘরে।এবারের রোজায় কেমন কাটবে শহিদ পরিবারের ইফতার। এ প্রসঙ্গে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

পোস্টটি জুলাই অভ্যুত্থানে শহিদ হওয়া মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধর। যেখানে স্নিগ্ধ লিখেছেন, সবাই পোস্ট দিচ্ছে,

‘‘ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার! আমার পরিবারটা তো আর কখনো পরিপূর্ণ হবে না। বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে আসার জন্য অপেক্ষায় প্রতিটি ইফতারের সময় বলতো কি দিয়ে জানি ইফতার করতেসে খুলনাতে। আর যখন আসতো, আম্মুর মুখে একটা হাসি লেগেই থাকত। আর স্পেশাল আইটেম রেডি করত। মুগ্ধর সামনেই আমরা কতো খেপাইতাম আম্মুকে এই বলে যে, তোমার প্রিয় ছেলে আসছে। এখন তো ভাল ভাল রান্না করবাই।

আমি জানি আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে, অবশ্যই কাঁদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না।

হাজারটা সন্তানের মা আজকে কাঁদবে, এবং এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না।

ওপারে ভাল থাকুক সব শহিদরা। রমজান মোবারক, বাংলাদেশ।’’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com