টেক বিলিয়নিয়ার এলন মাস্কের সাথে ইরানি কর্মকর্তারা বৈঠক করেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তেহরান তা ’সুস্পষ্টভাবে’ অস্বীকার করেছে।
ইরানি মুখপাত্র ইসমাইল বাঘাই সংবাদ সংস্থা ইরনাকে বলেন, নিউ ইয়র্ক টাইমসে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আমেরিকান মিডিয়া বিষয় যেভাবে প্রচার করেছে, তাতে ’বিষ্মিত’ হয়েছেন তারা।
নিউ ইয়র্ক টাইমস শুক্রবার জানায়, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিঘনিষ্ঠ মিত্র এলন মাস্ক চলতি সপ্তাহের প্রথম দিকে জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির সাথে বৈঠক করেছেন। অজ্ঞাতপরিচয়ের একটি সূত্র এই বৈঠকটিকে ‘ইতিবাচক’ হিসেবে অভিহিত করেছেন।
নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মাস্কের ব্যবসা তেহরানে নিয়ে আসার জন্য মার্কিন অর্থ বিভাগ থেকে অবরোধে ছাড় দেয়ার জন্য মাস্ককে অনুরোধ করেন।
ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেঙ বৈঠকটি সম্পর্কে বলেন, ‘ওই ব্যক্তিগত বৈঠকটি হয়েছে কী হয়নি, তা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না।’
এর এক দিন পরে ট্রাম্প নতুন বিভাগ সরকারি দক্ষতার প্রধান করেন মাস্ককে। আমলাতন্ত্রের খরচ কমানোর জন্য আন-অফিসিয়াল এই বিভাগটি খোলা হয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই