বৃহস্পতিবার, ০৬:১৭ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪৫ বার পঠিত

বুধবার বরিশালের গৌরনদী উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার দিনভর উপজেলা সদরে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা সদরের গৌরনদী বাসষ্ট্যান্ডে অবস্থান নেয় উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আসা হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। তারা এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মুহুমুহু স্লোগান দেয় এবং তাদের যে কোন অপ-তৎপরতা প্রতিরোধের ঘোষণা দেয়।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (উত্তর) জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। তিনি রাজধানী ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে এসে ওইদিন দুপুর পৌনে ১২টার দিকে অবস্থান কর্মসূচীতে যোগদান করেন।
গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, বরিশাল (উত্তর) জেলা বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির শরীফ, সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া, বরিশাল (উত্তর) জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা বিএনপির সদস্য মোঃ শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন, মোঃ জাকির হোসেন রাজা প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com