দক্ষিণ এশিয়ার তিন দেশ ভারত, পাকিস্তান ও নেপালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত জুন থেকে ভারি মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট এই বন্যায় এখন পর্যন্ত ৫ শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বন্যার কারণে বাড়ছে ভূমিধসও, নদীর বাঁধ ভেঙে যাওয়া স্রোতে ভেসে যাচ্ছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। এখন পর্যন্ত পাওয়া সরকারি হিসেব অনুযায়ী ভারতে ২৫০ জন, পাকিস্তানে ১৭৮ জন ও নেপালে ১৭১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ভারতে বন্যার আগে চলছিল দীর্ঘসময়ের তীব্র দাবদাহ। এরপরই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। সৃষ্টি হয়েছে বন্যা ও ভূমিধস। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সামনে দক্ষিণ ও উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যে বৃষ্টি আরও বাড়তে পারে।
নেপালে বন্যায় প্রাণ হারিয়েছে ১৭১ জন, যাদের মধ্যে ১০৯ জনেরই মৃত্যু হয়েছে ভয়াবহ এক ভূমিধসে।
পাকিস্তানে ১৭৮ জনের মধ্যে ৯২ জনই শিশু। জুলাইয়ে ভারি বৃষ্টির পর সেখানে বন্যা দেখা দেয়। দিন দিন বাড়তে থাকে মৃতের সংখ্যা।