বুধবার, ০৬:৪৩ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৫, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গোপালগঞ্জে আ’লীগের আগুনে পুড়ল সেনাবাহিনীর গাড়ি, আহত ১৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩০ বার পঠিত

গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাংচুর করে আগুন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ ঘটনায় সাংবাদিক, ৪ সেনাসদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া দুইজন গুলিবিদ্ধের খবরও পাওয়া গেছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

শেখ হাসিনাকে ‘সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার’ দাবিতে গোপালগঞ্জে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে।

এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে বললে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙচুর শুরু করে এবং একপর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা হাতে লাঠি, রাম দা ও অন্যান্য ধারালো অস্ত্র বহন করছিল। স্থানীয় সাংবাদিকরা বলছেন, বিক্ষোভকারীদের হটিয়ে দেবার জন্য সেনাসদস্যরা লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়েছে বলে জানা গেছে।

শেখ হাসিনাকে ফিরে আনার দাবিতে এ নিয়ে টানা তিনদিন গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে। তবে আজ বিক্ষোভ সহিংসতায় গড়িয়েছে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com