বৃহস্পতিবার, ০৩:১০ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ছয়দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের

গৌরনদী প্রতিনধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩৬ বার পঠিত
রিকসা চালক বাবার অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ঈদ-উল আযহার পরেরদিন প্রবাসে যাবার কথা রয়েছে যুবক সোহেল সরদারের (২১)। এরইমধ্যে রহস্যজনকভাবে নিখোঁজের ছয়দিন পেরিয়ে গেলেও পুলিশ অদ্যবর্ধি নিখোঁজ যুবকের সন্ধান মেলাতে পারেনি।

নিখোঁজ সোহেল বেঁচে আছে নাকি তাকে কেউ অপহরণ করে হত্যা করেছে, তাই ভেবে নিখোঁজ ছেলের সন্ধান না পেয়ে জেলার গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের রিকসা চালক বাবা শাহ আলম সরদার ও মা সোনেফা বেগম এখন পাগল প্রায়। শুক্রবার সকালে নিখোঁজ সোহেলের বাবা বলেন, আমার ছেলে দীর্ঘদিন থেকে ঢাকার কেরানীগঞ্জ থানার ঝাউচরের গুদারাঘাট এলাকার আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। পাশাপাশি ফ্রেস কোম্পানীর ওই এলাকার বিক্রয় প্রতিনিধির মালামাল সরবরাহ করে আসছিলো।
তিনি আরও বলেন, গত ৯ জুন বিকেলে কেরানীগঞ্জ থানার ঝাউচর এলাকার বিভিন্ন দোকান থেকে বিক্রয় প্রতিনিধির টাকা উত্তোলন করতে গিয়ে রহস্যজনকভাবে সোহেল নিখোঁজ হয়। সেই থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (যার নম্বর ৭১৬)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com