নীলফামারীর জলঢাকায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রথম অধিবেশনে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী দলীয় কার্যালয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট এনকে আলম চৌধুরী।
এতে জলঢাকায় জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদার রহমান বুলু।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেলের (অব.) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান। বিশেষ অতিথি ছিলেন- রংপুর মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসির, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য লে. কর্নেল (অব.) মো. তসলিম উদ্দীন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ছিদ্দিকুল ইসলাম সিদ্দিক, নীলফামারী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম সাজ্জাদ পারভেজ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে ২২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.)। সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইদার রহমান বুলু।