রোববার রাতে থেকে সোমবার ভোর পর্যন্ত ঘন কুয়াশা আর মেঘলা আকাশে ঢেকে রইল ঠাকুরগাঁও শহর। সেইসাথে শীতের আমেজে মজল ঠাকুরগাঁও।
রোববার সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ভরে যায় শহরের বিভিন্ন রাস্তাঘাট। স্থানীয় বাসিন্দারা জানান, ঘন কুয়াশার আস্তরণে পাঁচ ফুট দূরত্বের জিনিসও অস্পষ্ট দেখাচ্ছিল। পথ চলতে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরাও। কুয়াশার কবলে পড়ে ধীর হয়ে পড়ে যানবাহন।
রোববার সন্ধ্যার পর রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা কোচগুলো এ কারণেই নির্ধারিত সময়ের দেড় থেকে দু’ঘণ্টা দেরিতে পৌঁছায়। ঠাকুরগাঁও মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বলেন, ঘন কুয়াশায় গাড়ি চালানোর অসুবিধা হওয়ায় দুর্ঘটনা এড়াতে গাড়ি ধীরে চালাতে বাধ্য হন চালকেরা। সে কারণেই নির্ধারিত সময়ের পরে পৌঁছায় কোচগুলি।
আজ সোমবার ভোররাতের ঝিরঝির কুয়াশার বৃষ্টি যেন শীতের মাত্রা বাড়িয়ে দেয় আরো খানিকটা। শহরের দোকানপাট হাটবাজারও বসেছে দেরিতে।
ঘন কুয়াশার কারণে এ দিন সকাল ৮টাতেও আলো জ্বালিয়ে যাতায়াত করছিল গাড়িগুলো। তবে স্কুল-কলেজ-অফিসের উদ্দেশ্য বেরোনোর সময় সকলেই নিজেকে মুড়ে নিয়েছেন টুপি, সোয়েটার আর জ্যাকেটে। এমন আবহাওয়ায় ছুটির আমেজ ভোগ করেই দিন কাটিয়ে দিয়েছেন অনেকে।