ভারত-নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মিরে বন্দুকধারীদের সাথে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর দুই অফিসারসহ চারজন নিহত হয়েছে। জম্মু কাশ্মিরের রাজৌরি জেলার কালাকোটের জঙ্গলে এই সংঘর্ষ হয়৷
জানা গেছে, ওই জঙ্গলের মধ্যে বন্দুকধারীরা লুকিয়ে আছে খবর পেয়েই বিশেষ বাহিনী এবং পুলিশ মিলে যৌথ অভিযান চালায়৷ তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা৷ এতে দুই অফিসার এবং দুই সৈন্য নিহত হয়।
অতীতেও কয়েক বছরে জম্মু কাশ্মিরের পির পঞ্জালের এই জঙ্গলে বেশ কয়েকবার অস্ত্রধারীদের মোকাবেলা করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে নিরাপত্তা বাহিনী৷ ঘন জঙ্গলের মধ্যে সুবিধাজনক অবস্থানকে কাজে লাগিয়ে নিরাপত্তা বাহিনীকে নিশানা করেছে বন্দুকধারীরা৷
গত সপ্তাহেও রাজৌরিতেই নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এক বন্দুকধারীর মৃত্যু হয়েছিল৷ ভারতীয় সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অভিযান চলাকালীন বুধহাল তেহসিলের গুলার-বেহরোত এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকধারীদের সংঘর্ষ বাঁধে৷ সেই সংঘর্ষেই প্রাণ হারায় এক বন্দুকধারী৷
সূত্র : নিউজ ১৮