বৃহস্পতিবার, ০৬:২৩ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গাজার হাসপাতালে ইসরাইলের ব্যাপক বোমা হামলা : নিহত অন্তত ৫০০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩১ বার পঠিত

অবরুদ্ধ গাজার একটি হাসপাতালে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। কয়েকশত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-আহলি নামক ওই হাসপাতালে হাজারো মানুষ চিকিৎসা ও নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিল।

এছাড়া জাতিসঙ্ঘ পরিচালিত একটি স্কুলেও হামলা চালিয়েছে ইসরাইল, যেটি উদ্বাস্তুদের জন্য আবাসন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

হাসপাতালে এ হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। সংস্থাটি বেসামরিক লোকদের নিরাপত্তার আহ্বান জানিয়েছে।

বর্বরোচিত এ হামলার নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক, মিসরও।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ বিষয়ে নিন্দা জানিয়েছে।

এদিকে, মারওয়ান বিশারা নামে একজন সিনিয়র রাজনৈতিক বিশেষজ্ঞ আলজাজিরাকে বলেছেন, গাজায় যা ঘটছে তা প্রকৃতই ও লক্ষ্যস্থাপন করা গণহত্যা।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের বর্বরোচিত এ হামলায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com