চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামির একটি মার্কেটে আগুন লেগেছে। এতে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ এলাকায় আমিন জুটমিলের পাশের বস্তিতে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, আমরা ৬টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। শুরুতে বায়েজিদ স্টেশন থেকে দু’টি ইউনিট এসে কাজ শুরু করে। পরবর্তীতে চন্দনপুরা স্টেশন ও কালুরঘাট স্টেশন থেকে দু’টি করে চারটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় শতাধিক ঘর-বাড়ি পুড়ে গেছে। তবে হতাততের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয়দের দাবি, যে এলাকায় আগুন লেগেছে, সেখানকার দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হালিম বলেন, ‘এখন পর্যন্ত আমরা হতাহত কাউকে পাইনি, তবে বাচ্চার বিষয়টা শুনেছি, আমরা খুঁজছি।’
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সম্পর্কে জানা যায়নি। তদন্ত করে জানানো হবে।