দেখতে দেখতে কেটে যায় বেলা
নির্বোধ ভাবে তবু করি অবহেলা,
খেলা অখেলায় কেটে যায় দিন
তার মাঝে থেকে যায় সহস্র ঋন,
জীবনবোধ কয়জনেরই বা থাকে!
নিয়তি গুণে কি দোষ দিবে তাকে!
সুখের তরে ডিঙ্গিয়ে যেতে সীমানা
সবাই চায় অনন্ত সুখের ঠিকানা।
সুখের তরে হয়ে যায় যদি বিলীন
হবেনা তবু সুখস্পর্শে কিছু মলিন,
কিছু পেতে কিছুই যদি না হারায়
সুখ সেখানে অপূর্ণই থেকে যায়।
জীবন নামের এ ভব সাগরে তবে
আপন বলয়ে তুমি সুখি যখন হবে,
পর কি তখন আপন তোমার হবে
স্বার্থ হীন কেউ হয়না আপন ভবে।
যেতে যেতে অবশেষে বুঝে যখন
সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় তখন
কিছুই করার রবেনা আপন চিত্তে
মানুষ আঁটকা রয় নিয়েমের বিত্তে।।