নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার (১৯ আগস্ট) বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ-যুবলীগ-বিএনপির ত্রিমুখী সংঘর্ষে হয়। বিএনপির অভিযোগ, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ওদিন বিকেলে মহাসড়কে পদযাত্রা নিয়ে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ও যুবলীগ কর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। সেই ঘটনায় গতকাল রাতে মামলা করেছে। যেখানে বিএনপির ১১৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি হিসেবে আছে আরও ছয়শ থেকে সাতশ জন।
সোনারগাঁ থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের এ মামলার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ওই থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ। তিনি বলেন, ‘এ মামলায় এজাহারনামীয় দুজন এবং সন্দেহভাজন হিসেবে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ রোববার রাতে মামলার পর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান তিনি।
আহসান উল্লাহ আরও জানান, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ এই মামলার বাদী। মামলায় অভিযোগ—আসামিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন ঘটিয়েছেন ও সরকারি কাজে বাধা দিয়েছেন।