ভয় দেখিয়ে বিএনপিতে আন্দোলন থেকে দূরে রাখা যাবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে বলেই খালেদা জিয়াকে নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে। আজ সোমবার (২৩শে মে) দুপুরে, খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
এসময় বিএনপি মহাসচিব বলেন, পদ্মা সেতু আওয়ামী লীগের সম্পত্তি নয়। বরং এই সেতু জনগনের পকেটের টাকায় হয়েছে। খালেদা জিয়া খুবই অসুস্থ জানিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা নেয়ার আহবান জানান মির্জা ফখরুল। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে ক্ষমতাসীনদের দ্রুত পদত্যাগের আহবানও জানান বিএনপির এই নেতা।