ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার একটি নতুন কারণ আবিষ্কার করেছেন দেশের বিজ্ঞানীরা। বুধবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিজ্ঞানীরা জানান, গত ৫ বছর ধরে বারডেম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক ৩০ থেকে ৬০ বছর বয়সী ৫৭৪ জন মানুষের ওপর গবেষণা করে ডায়াবেটিসের এই নতুন কারণটি আবিষ্কার করেছেন।
গবেষণা দলের প্রধান গবেষক মধু এস মালো বলেন, “ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস বা আইএপি কমে যাওয়া ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম প্রধান কারণ। ইতোমধ্যে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত নতুন এই আবিষ্কারটি ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের আশা।”
ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. এ কে আজাদ খান বলেন, “আইএপি কমে গেলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি। এই আবিষ্কার থেকে বোঝা যায়, দেশের বিজ্ঞানীরাও বড় গবেষণা করতে সক্ষম।”