রাশিয়ার ইউক্রেন আক্রমনের পর আতঙ্কমাখা এক নতুন সকাল দেখল দেশটির বাসিন্দারা। রাশিয়ার সেনা প্রবেশ এবং বিমান ও ক্ষেপনাস্ত্র হামলার মুখে ভীত সন্ত্রন্ত সময় কাটছে তাদের। প্রাণরক্ষায় কিয়েভসহ বিভিন্নশহর থেকে ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রুশ হামলার পর ইউক্রেনের প্রায় এক লাখ মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে।
বিপুল গর্জনে ইউক্রেনের আকাশে উড়ছে যুদ্ধবিমান। শহর জুড়ে সাইরেনের শব্দ। ভয়ের শহরে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। এরই মধ্যে রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছেন নগরবাসী।
হামলার দ্বিতীয় দিন স্থানীয় সময় ভোরে মধ্য কিয়েভ ও এর কাছাকাছি এলাকায় ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। হামলা থেকে বাঁচতে কিয়েভের বাসিন্দারা আশ্রয় নিচ্ছে শহরের মেট্রো স্টেশনগুলোতে। নেটজগতে ছড়িয়ে পড়েছে আতঙ্কিত মানুষের ছবি। সংবাদমাধ্যম এএফপির তোলা একটি ছবি ইতোমধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিতে এক জুটির আবেগঘন বিদায়ের মুহূর্ত ফুটে উঠেছে।
জীবন বাঁচাতে অনেকে পাড়ি জমাচ্ছে প্রতিবেশি রাষ্ট্র পোল্যান্ডে। শরণার্থীদের আশ্রয় দিচ্ছে দেশটি। বর্তমানে ইউক্রেনের নাগরিকরা ভ্রমণের উদ্দেশ্যে ভিসা ছাড়াই ৯০ দিন অবস্থান করতে পারবে পোল্যান্ডে। এদিকে ইউক্রেনে আটকা পড়েছে প্রায় ৩০ হাজার ভারতীয় নাগরিক। তাদের দেশে ফিরিয়ে আনতে যাওয়া বিশেষ বিমানকে ফেরত পাঠিয়েছে রুশ সেনা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইউক্রেনে বাজছে সবচেয়ে বড় যুদ্ধের দামামা। হয়তো একসময় থেমে যাবে যুদ্ধ, থামবে তান্ডব, তবে দীর্ঘ হবে স্বজন হারানোর তালিকা আর ধ্বংসস্তুপ।