লায়ন্স ক্লাব অব ঢাকা শ্যামলী District 315B1 মাসিক ক্লাব সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর ) বিকেলে নিরালা প্যানপ্যাসেফিক সোনারগা হোটেলে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা শ্যামলী ক্লাবের সেক্রেটারী লায়ন মোমেনা মাহবুব নিপার সঞ্চালনায় মাসিক সভার সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন কাজী শামীম।
ক্লাবের সভায় হংকং থেকে ভার্চুয়ালে যুক্ত হন ক্লাব ডিরেক্টর লায়ন দিদার সরদার।