ঢাকা থেকে শরীয়তপুরের ডামুড্যা গামী লঞ্চ স্বর্ণদ্বীপ-২ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ওই লঞ্চের তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয়েছেন অন্তত ২ জন।
রোববার (২৩ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটে পৌঁছে সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের ওপর পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির ও গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।