কামিনী মোহন সেন ও সুচিত্রা রানী সেন দম্পতির ১০ সন্তান। তাদের নয় সন্তান চাকরি পাননি। ১০ ভাইবোনের মধ্যে সবার ছোট কেয়া রানী সেন পঞ্চগড় জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফলে চাকরি পেয়েছেন।
ঘুষ ছাড়া চাকরি পাওয়া যায় এটা তার মাথায় ছিল না। কিন্তু সত্যি সত্যি ১০০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেয়ে অবাক হয়েছেন কেয়া। মেধা ও যোগ্যতায় চাকরি পেয়ে পুলিশ প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞ কেয়া। তার বাড়ি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া গ্রামে।
কেয়া বলেন, অভাবের সংসার। পরিবারের কোনও ভাইবোনের চাকরি হয়নি। কিন্তু আমি ১০০ টাকা খরচ করে সরকারি চাকরি পেয়েছি। এতে আমি খুবই আনন্দিত। পরিবারের কেউই বিষয়টি বিশ্বাস করতে চায়নি। কিন্তু ঘুষ ছাড়া চাকরি এই সত্যকে প্রতিষ্ঠিত করেছে পঞ্চগড়ের পুলিশ প্রশাসন।