আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নেতারা চাইলে বিদেশ থেকে ডাক্তার এনে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা করাতে পারে। এতে আইনগত কোনো বাধা নেই।
শনিবার (২০ নভেম্বর) আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী রাজধানীর নিজ বাসা থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন।
আইনমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা তার সবই খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে। বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, তাহলে সরকার বাধা দেবে না।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় আখাউড়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, হুমায়ুন কবিরসহ উপজেলার সব ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।