বাংলাদেশে জুলাই মাস জুড়ে চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শতশত ছাত্র জনতা শহীদ হন এই আন্দোলনে তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে পায় নতুন দ্বিতীয় স্বাধীন একটি দেশ নাম বাংলাদেশ। বৈষম্য বিরোধী শান্তি প্রিয় একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়তে অন্তর্বতীন কালীন সরকারের দায়িত্ব
নেন ডঃ মুহাম্মদ ইউনূস। তার ঠিক কয়েকদিন পর হঠাৎ ভারত থেকে আসা বন্যার পানিতে বাংলাদেশের কয়েকটি জেলার ঘরবাড়ি তলিয়ে যায়। এই হঠাৎ বন্যায় কয়েক লক্ষ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় মাছের ঘের,মুরগীর ফ্রাম,গরু ছাগল,সহ বিভিন্ন প্রানী ও ব্যাবসাপ্রতিষ্ঠান। হঠাৎ বন্যায় মানুষ দিশেহারা হয়ে পরেন দেখা দেয় বিশুদ্ধ খাবার পনি,শুকনোখাবার, পোশাক, শিশু খাদ্য ও চিকিৎসার সংকট।দেশের এই দুর্যোগে বিভিন্ন
মানবিক সংগঠন হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছে। দেশের এই দুর্যোগে তেমনি এগিয়ে এসেছে বরিশাল গৌরনদীর অন্যতম সংগঠন ” মানুষ মানুষের জন্য ” শ্লোগানে – হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যারা সব সময় মানুষের জন্য কাজ করে থাকেন।হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন সময় গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য বিভিন্ন রকম সহযোগিতা করে আসছে, যেমন গরিব
মাদ্রাসার ছাত্রদের মাঝে বই বিতরণ, গরিব অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ, গরিব এতিম অসহায় মাদ্রাসা ছাত্রদের মাঝে রমজানে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করে আসছে। বন্যা কবলিত জেলাগুলো হল- চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, ফেনি,চাঁদপুর,কুমিল্লা, খুলনা। বন্যা কবলিত খুলনার, হরিনখোলা,দারুণ মল্লিক গ্রামে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বরিশাল,গৌরনদী এর পক্ষ থেকে তিনদিন ব্যাপীত্রান বিতরণ
কর্মসূচী পালন করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে শুকনো খাবার চাল, ডাল, তেল,লবন, আলু খাবার সালাইন, ঔষধ ইত্যাদি বিতরণ করা হয়। আর এ ত্রাণ বিতরণে সহযোগিতা করেন :-হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
আর্থিক সহযোগিতা ছিলেন :- ডাঃ সমির কুমার চাকলাদার (বাংলাদেশ , মনিরুজ্জামান খান(UK) , রত্না বাড়ৈ (USA) , মিজান সিকদার(UK) , মুহিদ শরীফ(বাংলাদেশ) লায়ন দিদার সরদার, প্রতিষ্ঠাতা- সভাপতি হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল (হংকং)