প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার নামে তদবির করার অভিযোগে দুজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নুর এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন তাওহিদ ইসলাম ও ইমরান হাসান মেহেদী। তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই।
মানলার অভিযোগ থেকে জানা যায়, রিমান্ডে যাওয়া আসামি ইমরান স্বাস্থ্য অধিদপ্তরের মাগুরা জেলা থেকে ময়মনসিংহে বদলির জন্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। পরবর্তীতে রিসিভ কপিটি তাওহিদকে দেন। এরপর আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থান থেকে নাম-বেনামে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ফোন করে তদবির করতে থাকেন। এরপর গত ৩১ অক্টোবর শেখ রেহানার সিল ও স্বাক্ষর জাল করে বদলির সুপারিশ দাখিল করেন। বিষয়টি সন্দেহ হওয়া পরবর্তীতে কর্তৃপক্ষ বিষয়টি র্যাব-৩-এর কাছে অভিযোগ দেয়।
অভিযোগের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজারে রূপালী ব্যাংকের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। এ সময় শেখ রেহানা লেখা সংবলিত ভুয়া ভিজিটিং কার্ড ও সিল, মোবাইল উদ্ধার করা হয়।
এর আগে এ ঘটনায় গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান শাহীন বনানী থানায় মামলা করেন।
এ জাতীয় আরো খবর..